বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ০১:৪৩ অপরাহ্ন

বিজ্ঞাপন :
কোন পণ্য বা সেবার জন্য বিজ্ঞাপন তৈরি করতে চান? আপনি যদি বিজ্ঞাপন তৈরি করতে আগ্রহী হন সুযোগ আছে জয়েন করুন।
সংবাদ শিরোনাম
ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধি ও উন্নতির পথে এগিয়ে যাবে সেচ্ছাসেবী সংগঠন টিম দোহারের সহায়তায় ঘর পেল এক অসহায় নারী অন্তর্বর্তী সরকারের দপ্তর পুনর্বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয় শেখ হাসিনার স্বড়যন্ত্রের প্রতিবাদে ধামরাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ধামরাইয়ের ক্রাউন ইউরো ইন রির্সোট এন্ড হোটেলের বিরুদ্ধে বকেয়া বেতন ভাতা না দেওয়ার অভিযোগ। আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা, কঠোর বার্তা আসিফের অন্তঃসত্ত্বা গৃহবধূকে হত্যা আজ ঐতিহাসিক ৭ নভেম্বর ধামরাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে আহত অর্ধশতাধিক, নিহত ১ সাভার সাববিট(বন)কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ বানিজ‍্য ও দুর্নীতির অভিযোগ।

আজ হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব কালীপূজা

আরমান হোসেন খান,চীফ রিপোর্টারঃ
হিন্দু সম্প্রদায়ের দ্বিতীয় বৃহত্তম উৎসব শ্যামাপূজা বা কালীপূজা আজ। একইসঙ্গে আজ উদযাপিত হবে শুভ দীপাবলি উৎসব। কার্তিক মাসের অমাবস্যা তিথিতে শ্যামাপূজা ও দীপাবলি অনুষ্ঠিত হয়। দুষ্টের দমন ও শিষ্টের লালনের মাধ্যমে ভক্তের জীবনে কল্যাণের অঙ্গীকার নিয়ে পৃথিবীতে আগমন ঘটে দেবী শ্যামা বা কালীর।
হিন্দু পুরাণ মতে, দেবী কালী-দুর্গারই একটি রূপ। সংস্কৃত ভাষার ‘কাল’ শব্দ থেকে কালী নামের উৎপত্তি। কালীপূজা হচ্ছে শক্তির পূজা। জগতের সব অশুভ শক্তিকে পরাজিত করে শুভশক্তির বিজয়ের মধ্যেই রয়েছে কালীপূজার মাহাত্ম্য। কালীদেবী তার ভক্তদের কাছে শ্যামা, আদ্য মা, তারা মা, চামুণ্ডী, ভদ্রকালী, দেবী মহামায়াসহ বিভিন্ন নামে পরিচিত।

অন্য হিন্দু পুরাণ অনুসারে ১৪ বছর বনবাসের পর এ রাম অযোধ্যায় ফেরেন। সেদিন পুরো অযোধ্যা সেজে উঠেছিল আলোয়। তেলের প্রদীপ জ্বালিয়ে, ফুলের রঙ্গোলি সাজিয়ে রামচন্দ্রকে স্বাগত জানিয়েছিল গোটা অযোধ্যাবাসী। সেই থেকেই এদিন দেশ জুড়ে পালিত হয় দীপাবলি উৎসব।
আবার মহাভারতে অনুসারে, নবকাসুরকে বধ করে কৃষ্ণ অসুরের বন্দিনী ৬০ হাজার গোপিনীকে উদ্ধার করেন এ অমাবস্যার রাতেই। পরে তাদের সবাইকে কৃষ্ণ বিবাহও করেন। কৃষ্ণের ভক্ত-অনুগামীদের কাছে ঐ গোপিনীদের মুক্তির স্মরণ উৎসবই দীপাবলি।
এছাড়াও কালী পূজার দিন হিন্দু ধর্মাবলম্বীরা তাদের স্বর্গীয় পিতা-মাতা ও আত্মীয়-স্বজনদের স্মরণ করতে সন্ধ্যায় বাড়িতে ও শ্মশানে প্রদীপ প্রজ্বলন করেন। একে দীপাবলি বলা হয়।
ছবিতে ঢাকা জেলা অন্তর্গত ধামরাই থানার কুশুরা ইউনিয়ন এর-কুশুরা টোপেরবাড়ী(সাহা ও রাজবংশী) সম্প্রদায়ের মহা শ্মশান ঘাট কালী মন্দির।

সংবাদটি শেয়ার করুন :

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত