রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৪ অপরাহ্ন
প্রতিদিন ডেস্কঃ
কোটা আন্দোলন ঘিরে সহিংসতা থামাতে জারি করা কারফিউ শিথিলের মধ্যে আগামী রবিবার থেকে তিন দিন সরকারি-বেসরকারি অফিস ছয় ঘণ্টা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ শিবলী সাদিক সাদী জানিয়েছেন- রবি, সোম ও মঙ্গলবার সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত অফিস চলবে।
দিনের বেশিরভাগ সময় কারফিউ না থাকায় স্বাভাবিক চিত্র ফিরছে জনজীবনে। রাজধানীসহ সারা দেশে গণপরিবহন চলাচল বেড়েছে। বিজিবির নিরাপত্তা মধ্য দিয়ে তেলবাহী ট্রেন চলাচল শুরু হলেও যাত্রীবাহী ট্রেন এখনও বন্ধ।
রাস্তায় আইনশৃঙ্খলাবাহিনীর উপস্থিতি কমেছে, সরিয়ে নেয়া হয়েছে তল্লাশি চৌকিও।
কারফিউ শিথিলের মধ্যে এর আগে গত বুধ ও বৃহস্পতিবার চার ঘণ্টা, অর্থাৎ বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত চলে অফিস কার্যক্রম।